Message from Head of the Dept. of Islamic History & Culture
-
মোহাম্মদ ময়েন উদ্দিন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী।১৯৬৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত রাজশাহী ইন্টারমিডিয়েট কলেজ যা ১৯৭২ সালে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ নামে পরিচিত তা উচ্চ শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সুশিক্ষা, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষানগরী ও আমের শহর রাজশাহীর সুনামধন্য এই প্রতিষ্ঠানে ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স প্রবর্তিত হয়েছে। বর্তমানে মোট ১৫টি বিষয়ে শিক্ষার্থীগণ অনার্স কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছে। আশা করছি অচীরেই প্রতিটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হবে। নিঃসন্দেহে এটি একটি গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। গর্বিত ফলাফলের এ প্রতিষ্ঠানের আমাদের সকলের প্রত্যাশা কেবলমাত্র জিপিএ-৫ নয় বরং পিতৃ-মাতৃ ভক্তিবোধ, ধর্মীয় অনুশাসনের যথাযথ চর্চা, বাঙালি জনপদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ধারণ ও বাহন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীলতা, দরিদ্র ও বেদনার্ত মানুষের প্রতিকর্তব্যনিষ্ঠা, সর্বোপরি সুগভীর দেশপ্রেম বুকে ধারণ করে কাঙ্খিত নির্মল মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীর আত্মবিকাশ। পরিশেষে উত্তরবঙ্গ তথা বাংলাদেশের অহংকারের এ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠায় ও উন্নয়নে যে সব হিতৈষী ব্যক্তিবর্গ অমর অবদান রেখেছেন এবং এ প্রতিষ্ঠানের যে সকল হিতৈষী ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।